সর্বনিম্ন বেতন ৮০০০ টাকা গার্মেন্টস কর্মীদের, গেজেট প্রকাশ

 বাংলাদেশের গার্মেন্টসে প্রায় চল্লিশ লক্ষ শ্রমিক কাজ করে। তাদের দাবী ছিলো তাদের সর্বনিম্ন বেতন ১৬০০০ টাকা ।অবশেষে সরকার তাদের দাবীর কথা চিন্তা করে নতুন বেতন গেজেট প্রকাশ করলো। এ গেজেট অনুযায়ী গার্মেন্টসের সর্বনিম্ন বেতন হলো ৮ হাজার টাকা। এর ফলে এ খাতের অন্তত ৪০ লাখ শ্রমিকের বেতন ৫১ শতাংশ বৃদ্ধি পেলো।
ডিসেম্বর থেকে নতুন এই বেতন কাঠামো কার্যকর করা হয়েছে। আগামী জানুয়ারি থেকে প্রথম ৮ হাজার বেতন হাতে পাবেন শ্রমিকরা। এর আগে ২০১৩ সালে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল ৫ হাজার ৩শ টাকা।
নতুন মজুরিতে শ্রমিকদের মূল মজুরি চার হাজার ১০০ টাকা, বাড়ি ভাড়া দুই হাজার ৫০ টাকা, চিকিৎসা ভাতা ৬০০ টাকা, যাতায়াত ভাতা ৩৫০ টাকা, খাদ্য ভাতা ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শ্রমিকদের প্রথম গ্রেডে মজুরি ধরা হয়েছে ১৭ হাজার ৫১০ টাকা। শিক্ষানবিশ শ্রমিকরা মাসে সর্বসাকুল্যে পাঁচ হাজার ৯৭৫ টাকা পাবেন, শিক্ষানবিশকাল হবে তিন মাস। সব গ্রেডেই মূল মজুরি ও বাড়ি ভাড়া ভাতা ছাড়াও ন্যূনতম মোট মজুরির মধ্যে ৬০০ টাকা চিকিৎসা ভাতা, ৩৫০ টাকা যাতায়াত ভাতা ও ৯০০ টাকা খাদ্য ভাতা অন্তর্ভুক্ত রয়েছে।
গেজেটে বলা হয়েছে, কোনো শ্রমিককে এই ন্যূনতম মজুরির চেয়ে কম মজুরি দেয়া যাবে না।  মালিকরা এ সুবিধা দিতে বাধ্য থাকবেন বলেও গেজেটে বলা হয়েছে।
গেজেটি নিচে দেখুন










All News

No comments:

Post a Comment

 

Total Pageviews

 
Blogger Templates