বাংলাদেশিদের জন্য ব্রিটেন যাওয়ার ভিসা সহজ হচ্ছে



ব্রিটেনে যাওয়ার ভিসা সহজ হচ্ছে বাংলাদেশিদের জন্য। দেশটির ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সম্প্রতি অন ডিমান্ড মোবাইল ভিসা (ওডিএমভি) নামে নতুন এক পদ্ধতি চালু করেছে তারা। এই সহজ পদ্ধতিতে আবেদনকারীকে ভিসা আবেদনের জন্য কেন্দ্রে আর যাওয়ার প্রয়োজন হবে না।পর্যটকদের জন্য ভিজিট ভিসার এই নতুন ফর্মের নাম দেয়া হয়েছে ‘এক্সেস ইউকে’। এই আবেদনপত্রে যুক্তিসঙ্গত কিন্তু অপেক্ষাকৃত কম তথ্য পূরণ করে ভ্রমণ পিপাসুরা আবেদন করতে পারবেন। একই সঙ্গে এই ফর্মটি খুব সহজেই মোবাইলে ডাউনলোডের পর সেটি পূরণ করে পাঠানো যাবে।বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্ল্যাক জানান, ব্যবসায়ীদের জন্য সব সময়ই ব্রিটেন উন্মুক্ত। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, ইউকে এক্সেস প্রবর্তনের ফলে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া এখন আরও সহজ এবং দ্রুত হবে। আবেদনপত্রটি পাওয়া যাবে www.gov.uk/apply-uk-visa এই ঠিকানায়।

All News

No comments:

Post a Comment

 

Total Pageviews

 
Blogger Templates