সূইং নিডেলঃ
এক এক সুইং মেশিনে এক এক ধরণের নিডেল ব্যবহার করা হয়। নিম্নে কোন মেশিনে কি নিডেল ব্যাবহার করা হয় তা দেওয়া হল :
মেশিন
|
নিডেল
|
Single Needle L/S
|
DB x 1
|
Single Needle C/S
|
TV x 64 |
Two Needle L/S
|
DP x 5
|
Two Needle C/S
|
TV x 64
|
Over Lock
|
DC x1
|
Feed off the Arm
|
TV x 64
|
Button Sewing
|
DP x17
|
Button Hole
|
DP x 5
|
Multi Needle C/S
|
DUO x 113
|
ফেব্রিক এবং সুতা অনুযায়ী গার্মেন্টস এ বিভিন্ন নিডেল ব্যাবহার:
১।
Large eye = LE Series : যে সব গার্মেন্টস এর
ক্ষেত্রে উপরে মোটা সুতা এবং নিডেল সাইজ ছোট লাগে সে ক্ষেত্রে LE Series ব্যাবহার করতে
হয়। এই নিডেলের ছিদ্রটা অনেক বড় থাকে। এই নিডেল ব্যবহার করলে লুজ স্টিচ এবং
হাফ পিক আপ থ্রেড থেকে রক্ষা পাওয়া যায়।
২। LP Coating : যে সব গার্মেন্টস এ নিডেল
ব্যাবহার করলে নিডেল গরম হয়ে যায়, এবং নিডেল গরম হওয়ার পর সুতায় এক ধরনের আঁশ
সৃস্টি হয় এই আঁশের কারনে সুতা কাটে এবং স্কিপ স্টিচ হয় সে সব ক্ষেত্রে LP Coating Needle ব্যবহার করলে সুতা কাটা এবং স্কিপ স্টিচ থেকে রক্ষা
পাওয়া যায়।
৩। NS Series : যে সব ফেব্রিকে সাধারন নিডেল ব্যাবহার
করলে পাকারিং পরে এবং নিডেল হোল দেথা যায় সে সব ফেব্রিকের ক্ষেত্রে NS Needle ব্যাবহার করতে
হয় । এই নিডেলের মাথাটা অনেক সুক্ষ থাকে ।
৪। KN – SF Series : যে সব ফেব্রিকে সাধারন নিডেল ব্যাবহার করলে নিডলের সেলাই
করার পর স্টিচ এর পাশে ছিদ্র বা হোল দেখা
যায়, সে সব ক্ষেত্রে KN –
SF Series
এর নিডেল
ব্যাবহার করতে হয় ।
good job
ReplyDeletetnq u
ReplyDelete