২০১৮ ডিসেম্বরে নতুন ৬ জেলায় ভারতীয় ভিসা সেন্টার চালু করার ঘোষণা


ভিসা আবেদন করার জন্য ঢাকাসহ মোট নয়টি ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এর পাশাপাশি যোগ হচ্ছে আরও নতুন ছয় জেলা।
চালু হতে যাওয়া নতুন ছয়টি ভিসা রিসিভিং সেন্টার হলো- কুমিল্লা, সাতক্ষীরা, নোয়াখালি, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া ও ঠাকুরগাঁও।ডিসেম্বরের শেষ নাগাদ চালু হতে পারে নতুন ভিসা সেন্টারগুলো।
মঙ্গলবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকার ভারতীয় হাইকমিশনের চ্যান্সারি হলে এক ব্রিফিংয়ে হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বিষয়টি জানান। তিনি বলেন যমুনা ফিউচার পার্কের আদলে সবগুলো ভিসা সেন্টার সাজানো হবে। যখন গুলশানে ভিসা সেন্টার ছিল তখন র্দীর্ঘ লাইন ও সময় লাগতো। এখন ২০-২৫ মিনিটে কাজ শেষ হয়ে যায়।

চলতি বছর শুধু পেট্রাপোল-বেনাপোল দিয়ে ৩০ লাখ মানুষ যাতায়াত করেছেন। আর ভারতে পর্যটক হিসেবে ঢোকা দেশের তালিকায় শীর্ষে বাংলাদেশ। একদিনে এখন ১২ হাজার ভিসা জমা নেওয়া হয়। যেটা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।’

All News

No comments:

Post a Comment

 

Total Pageviews

 
Blogger Templates